ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে ফেরি কপোতাক্ষ আটকে আছে: যাত্রী ও বাস নিয়ে আটকা পড়েছে ফেরি

নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ ২৪শে মার্চ থেকে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে চলাচল শুরু করা ফেরি কপোতাক্ষ প্রথমবারের মতো গুপ্তছড়া খালের মুখে আটকে পড়েছে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে এই ঘটনা ঘটে। জোয়ারের পানির অভাবে দীর্ঘ আট ঘণ্টা ধরে ফেরিটি আটকে ছিল।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে তিনটি বাসসহ দেড় শতাধিক যাত্রী ছিলেন। আটকে পড়ার পর প্রায় অর্ধেক যাত্রী স্পিডবোটে করে চট্টগ্রাম চলে যান। তবে বাসের যাত্রীদের বিষয়ে বাস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। রাত ১০টায় জোয়ার এলে ফেরিটি পুনরায় চলাচল শুরু করে বাঁশবাড়িয়া ঘাটের দিকে যাবে বলে ফেরি মাস্টার সাইফুল ইসলাম জানিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মী ইলিয়াস সুমন জানান, গুপ্তছড়া খালটি ড্রেজিং না করায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আগেই করা হয়েছিল। তিনি দ্রুত উভয় পাশের খাল ড্রেজিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ফেরি ও স্টিমার নির্বিঘ্নে চলাচল করতে পারে।

ফেরি মাস্টার সাইফুল ইসলাম বলেন, দ্রুত ড্রেজিং না করা হলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা বারবার হতে পারে। এই ঘটনাটি ফেরি কপোতাক্ষের জন্য এই রুটে প্রথম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।