নিজস্ব প্রতিনিধিঃ ২৪শে মার্চ থেকে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া নৌরুটে চলাচল শুরু করা ফেরি কপোতাক্ষ প্রথমবারের মতো গুপ্তছড়া খালের মুখে আটকে পড়েছে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে এই ঘটনা ঘটে। জোয়ারের পানির অভাবে দীর্ঘ আট ঘণ্টা ধরে ফেরিটি আটকে ছিল।
ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিতে তিনটি বাসসহ দেড় শতাধিক যাত্রী ছিলেন। আটকে পড়ার পর প্রায় অর্ধেক যাত্রী স্পিডবোটে করে চট্টগ্রাম চলে যান। তবে বাসের যাত্রীদের বিষয়ে বাস কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে বলে জানানো হয়েছে। রাত ১০টায় জোয়ার এলে ফেরিটি পুনরায় চলাচল শুরু করে বাঁশবাড়িয়া ঘাটের দিকে যাবে বলে ফেরি মাস্টার সাইফুল ইসলাম জানিয়েছেন।
স্থানীয় সংবাদকর্মী ইলিয়াস সুমন জানান, গুপ্তছড়া খালটি ড্রেজিং না করায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা আগেই করা হয়েছিল। তিনি দ্রুত উভয় পাশের খাল ড্রেজিং করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন, যাতে ফেরি ও স্টিমার নির্বিঘ্নে চলাচল করতে পারে।
ফেরি মাস্টার সাইফুল ইসলাম বলেন, দ্রুত ড্রেজিং না করা হলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা বারবার হতে পারে। এই ঘটনাটি ফেরি কপোতাক্ষের জন্য এই রুটে প্রথম।