ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

সেপ্টেম্বরে দেশে প্রবাসী আয় ২৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

অর্থনৈতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে প্রায় ২১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৫ হাজার ৫৬৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ২২ দিনের তুলনায় এ বছর প্রবাসী আয় ১৮.৪০ শতাংশ বেড়েছে। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৭৬ কোটি ৯০ লাখ ডলার, যা এ বছরের তুলনায় ৩২ কোটি ৬০ লাখ ডলার কম।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বরের ২২ দিন পর্যন্ত) রেমিট্যান্স প্রায় ৭০০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৫৯০ কোটি ডলার, অর্থাৎ অর্থবছরের হিসেবে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৮.৬৪ শতাংশ।

এর আগে, চলতি অর্থবছরের জুলাই মাসে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার এবং আগস্ট মাসে ২৪২ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।