ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ফরমান উল্লাহ সুলতানপুরীর ৬৩তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন শাহসুফি আলহাজ্ব মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরীর (মা:) ৬৩তম পবিত্র মহান খোশরোজ শরীফ গতকাল ১৪ আশ্বিন সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে তিন দিনব্যাপী বিস্তৃত কর্মসূচি পালিত হয়, যেখানে হাজার হাজার আশেক ভক্ত মুরিদানের সমাগম ঘটে।

খোশরোজ শরীফের কর্মসূচির মধ্যে ছিল জনকল্যাণমূলক বেশ কয়েকটি উদ্যোগ-  বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি খৎনা, কর্ণ ছেদন, মেডিসিন, চক্ষু, ডেন্টাল ও গাইনি চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং পটিয়ার বিভিন্ন এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। খতমে কোরান, মিলাদ মাহফিল, ঝিকির, সেমা এবং কাওয়ালী মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আখেরী মোনাজাত পরিচালনা করেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদা গোলাম ফারুক মাইজভান্ডারি, শাহজাদা শহীদ শাহ আমীরী, পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: এমদাদুল হাসান এবং সালেহ আহমদ হাছান বানু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা: সাখাওয়াত হোসাইন হীরু।

তকরীর পেশ করেন মাওলানা হাসান রেজা আল কাদেরী, মাওলানা সৈয়দ সাইফুল বারী, মাওলানা আহমদুল হক মাইজভান্ডারি, মাওলানা হাফেজ মো: ফারুক এবং মাওলানা জয়নাল আবেদীন নয়ন।

সবশেষে, তবারুক বিতরণের মধ্য দিয়ে পবিত্র খোশরোজ শরীফের কার্যক্রম সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।