ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা মেডিকেলে ছয় যমজ শিশুর মধ্যে চারজনের মৃত্যু

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় যমজ নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন ঢামেক হাসপাতালে এবং দুজন অন্য বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুই নবজাতকের মৃত্যু হয়। এর আগে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আরও এক নবজাতক মারা যায়।

জানা গেছে, গত রোববার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দেন। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, মাত্র ২৭ সপ্তাহে এই প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। সাধারণত, গর্ভাবস্থা ৪০ সপ্তাহ স্থায়ী হয়। সময়ের অনেক আগেই জন্ম নেওয়ায় নবজাতকদের ফুসফুসসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পুরোপুরি গঠিত হয়নি।

বর্তমানে বেঁচে থাকা দুই নবজাতক ঢামেক হাসপাতালের এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।