ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরামতের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর প্রতিনিধিঃ
অক্টোবর ১, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সুলতান মাহমুদ , গাজীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের টঙ্গীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) বিকালে চেরাগআলী দত্তপাড়া এলাকায় এ আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট সাদাত হোসেন টিপুর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উত্তরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল শাহনাজ ইসলাম, ৪৮ নং ওয়াডে নির্বাচিত কাউন্সিলার শফি উদ্দিন শফি,নগর স্বাস্থ্য সেবা কেন্দ্র উপ-পরিচালক আবু সুফিয়ান, নির্বাহী সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন হাসান রাসেদুল হোসেন খান, বেগম গুল বেমন আরা একাডেমি স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম মো. অহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল মাকসুদা মনি, গাছা  থানা আহবায়ক ওলামা দল, মাওলানা মো. আব্দুল মোমেন , অনলাইন এক্টিভেট  মারজুক ওয়াসিম ইফতেখার,
যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ
আহমেদ সাবেক, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, গাছা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তুসার খান, টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রিফাত রশিদসহ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মশালার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের মাঝে রূপরেখাটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আগামী দিনের সংগ্রামে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট নিরসনে বিএনপির ঘোষিত ৩১ দফা একটি যুগোপযোগী রূপরেখা। গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এ কর্মসূচি জনগণের প্রত্যাশার প্রতিফলন। এ জন্য মাঠপর্যায়ে সংগঠনের প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যাতে তারা সাধারণ মানুষের কাছে এ কর্মসূচির তাৎপর্য তুলে ধরতে পারেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা আরও বলেন, বিএনপি শুধু আন্দোলনের দল নয়, বরং একটি সুস্পষ্ট ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে স্থিতিশীল হবে। গণমানুষের অধিকার পুনরুদ্ধারের এই সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

কর্মশালায় প্রধান অতিথি আরিফ হোসেন হাওলাদার বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জাতীয় মুক্তির সনদ। আমাদের প্রত্যেককে দায়িত্বশীলভাবে জনগণের মাঝে এ বার্তা পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে কোনো আন্দোলন সফল হয় না। তাই মাঠপর্যায়ের নেতা-কর্মীদের সচেতন ও প্রশিক্ষিত করাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদল, যুবদল  স্বেচ্ছাসেবক দল বিএনপি ও ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।