পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা যেমন শরীর ও মনকে সুস্থ রাখে, তেমনি নৈতিক শিক্ষা শিশুদের চরিত্র গঠনে অপরিহার্য। এটি শুধু ভালো-মন্দের পার্থক্যই শেখায় না, বরং তাদের সমাজের একজন দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ সদস্য হিসেবে গড়ে তোলে।
পটিয়া পৌরসভা মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম গতকাল শনিবার (১৬ আগস্ট) জঙ্গলখাইন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বারেক শাহ মাজার এলাকায় কোমলমতি শিশু-কিশোর খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার বিতরণকালে এসব কথা বলেন।
তিনি বলেন, পড়ালেখা ও খেলাধুলার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা গ্রহণ করা উচিত। এর মাধ্যমে তারা জীবনের সঠিক পথ খুঁজে পাবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সমাজসেবক শ্যামল বড়ুয়া পরাগ, জাহাঙ্গীর আলম, গ্রাম পুলিশ নজরুল ইসলাম, বদিউল আলম, নুর নবী এবং স্থানীয় খেলোয়াড় সামি, আসিফ, শেফায়েত, মিসকাত, ইয়াসিন, এনায়েত প্রমুখ।