ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

কুপিয়ে জখমের দু’দিনের মাথায় ফের হামলা, আহত ৩

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় কুপিয়ে জখমের দু’দিনের মাথায় ফের হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউপির ছিরাদিয়া সোনাজাম পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে৷ ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একই ঘটনায় নারী ও শিশুসহ ৫জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা।এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেও ফের বেপরোয়া সন্ত্রাসীরা৷

এ ঘটনায় আহতেরা হলেন, একই এলাকার বশির আহমেদের ছেলে মোঃ ইয়াছিন, মৃত দুলা মিয়ার ছেলে জিয়াবুল করিম, আজমগীর, মনিফা আক্তার ও শিশু কন্যা সালমা আক্তার৷

অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার বশির গং এবং কাইছার গং এর মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিলো৷ কাইছার একজন নামকরা সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে থানায়৷ বিভিন্ন সময় বশির গং দের মারধরের হুমকি দিয়ে আসছিলো৷ তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে সালামা নামের এক ছোট বাচ্চা দোকানে যাওয়াকে কেন্দ্র করে মারধরের সূত্রপাত ঘটে। শিশু বাচ্চা সালমাকে মারধরের প্রতিবাদ করতে গেলে মারধর করা হয় তার মাকেও৷ পরে মোঃ ইয়াছিন এগিয়ে আসলে আগে থেকে উৎপেতে থাকা কাইছারের নেতৃত্বে ইলিয়াস, সালাহউদ্দিন,বাহাদুর, মিজান, সাজ্জাদ, মিরাজ ও এমরানসহ ১০/১৫ জনের একটি সঙ্ঘবদ্ধ দল তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ৪ জন গুরুতর আহত হয়৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সর্বশেষ শনিবার আবারও হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি৷ ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।