উখিয়া (কক্সবাজার): ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক এবং শিক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি এক মহান দায়িত্ব ও আদর্শচর্চার পথ। শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।” তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ঐকান্তিক ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম।
অনুষ্ঠানে উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা ও আন্তরিকতাকে অপরিহার্য বলে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের যথাযথ সম্মান, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়। শিক্ষক সমাজকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করার ওপর জোর দেন বক্তারা।