ঢাকামঙ্গলবার , ২২ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে বন্দুকের গুলিতে পর্যটকের মৃত্যুর ঘটনায় মামলা

আলীকদম (বান্দরবন) প্রতিনিধিঃ
জুলাই ২২, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের আলীকদম উপজেলায় বেড়াতে এসে জুমঘরে স্থানীয়ভাবে তৈরি বন্দুকের গুলিতে এক পর্যটকের মৃত্যুর ঘটনায় নিহতের মা বাদী হয়ে আলীকদম থানায় মামলা করেছে । নিহত পর্যটকের নাম ত্বহা বিন আমীন (২৪)। তিনি ঢাকার ডেমরার মো. আলামীনের ছেলে।

মামলায় আসামী করা হয়েছে মীর মাহাদী হাসান নাবিল (২০)। তার পিতার নাম মীর জসিম উদ্দিন, সাং ২৪৯/এ জুরাইন মুন্সিপাড়া, থানাঃ শ্যামপুর, জেলাঃ ঢাকা।

জানা যায়, গত ১৯ জুলাই ত্বহা বিন আমীন তার ৪ বন্ধু সাইফুল, মেরাজ, নাবিল ও মিনহাজকে নিয়ে আলীকদম আসেন। তারা পর্যটক তথ্যকেন্দ্রে কোনো তথ্য না দিয়ে মাতামুহুরী রিজার্ভের কুরুকপাতা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তরনী পাড়া এলাকার একটি জুমঘরে অবস্থান নেন। তারা প্রথমে দরি পাড়া থেকে তরনী পাড়ায় যান।
সোমবার, ২১ জুলাই সকালে জুমঘর থেকে ঘুম থেকে ওঠার পর, জুমঘরে থাকা একটি স্থানীয়ভাবে তৈরি একনলা বন্দুক নিয়ে ছবি তোলার সময় সঙ্গীয় মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগার টেনে দেন। এতে গুলি ত্বহা বিন আমীনের বুকে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় লাশটি তরনী ঝিরি পেরিয়ে মাতামুহুরীর চরে আনা হয়।

আলীকদম থানার এস.আই শাহাদাত হোসেন জানান, নিহতের মা সালমা আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী মীর মাহাদী হাসান নাবিলকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।