ঢাকাশনিবার , ৪ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

নিজের নামের আগে ‘কিংবদন্তি’ পছন্দ নয় মোশাররফের

বিনোদন ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

শোবিজ তারকাদের নামের আগে-পরে নানা ধরনের বিশেষণ যুক্ত করেন ভক্তরা। অনেক তারকা সেসব উপভোগও করেন। তবে বিষয়টি একেবারেই পছন্দ নয় মোশাররফ করিমের। ইদানীং অনেকেই তাঁর নামের আগে ‘কিংবদন্তি’ শব্দটি বসিয়ে দেন। এ নিয়ে আপত্তি জানিয়েছেন মোশাররফ।

মোশাররফ করিম বলেন, ‘আমি একটা কাজ করলাম। দেখার পর সবাই ভালো লাগার কথা জানাল। এটাই বেশি ভালো লাগে। বেশি প্রশংসা করে পদবি দিয়ে দেওয়া, খেতাব দিয়ে দেওয়া—আমার কাছে এর খুব বেশি প্রয়োজন আছে বলে মনে হয় না। এটা আমাকে অস্বস্তি দেয়। আমার নামের সঙ্গে নানা কিছু জুড়ে দেওয়া হয়। আমি তো লাগাই না, অন্যরা জুড়ে দেয়। এর কোনো প্রয়োজন নেই। অভিনয়টা হচ্ছে কি না, কারও কাছে ভালো লাগছে কি না—এটাই বড় বিষয়।

মোশাররফ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তির আগে তাঁর নামের আগে কিংবদন্তি উপাধি ব্যবহার করেছিলেন নির্মাতা। সেটা যে তাঁর পছন্দ ছিল না, এত দিন পর সেটাই জানিয়ে দিলেন অভিনেতা। এ সিনেমায় এক প্রতিবাদী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে প্রথমবারের মতো পর্দায় অ্যাকশন করতে দেখা গেছে তাঁকে।

মোশাররফ করিম বলেন, ‘ইনসাফে নতুন অভিজ্ঞতা হয়েছে। সন্তুষ্টির জায়গা আছে কিন্তু খুব খুলে অভিনয় করার জায়গা ছিল না। পর্দায় মারামারি করার অভিজ্ঞতা হলো। তবে সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, মারামারিটা আমি ভালো করতে পারিনি। কিন্তু চেষ্টা করেছি। অবশ্য সে সময় আমার পায়ে একটা অপারেশন হয়েছিল। ওই সময় এ রকম দৃশ্যে অভিনয় করা ঠিকও হয়নি। এ ছাড়া মারামারির দৃশ্যে আমি অভিজ্ঞ না। এ রকম দৃশ্য আমি কখনো করিনি। তবে ফাইট ডিরেক্টরা খুব আন্তরিক ছিলেন। সে কারণেই হয়তো করতে পেরেছি।’

নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই নিয়মিত কাজ করছেন মোশাররফ। টানা কাজ করতে করতে হাঁপিয়েও ওঠেন। মাঝে মাঝে সবকিছু ছেড়ে দেওয়ার চিন্তাও আসে। তবে অভিনয়ের প্রতি ভালোবাসার কারণেই আবার ফিরে আসেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায়।

মোশাররফ করিম বলেন, ‘অনেক সময় টানা কাজ করার পর মনে হয়, আর ভালো লাগছে না। তখন মনে হয় অভিনয় ছেড়ে দেব, আর করব না। মনে হয় বড় গ্যাপ নিই। কিন্তু দেখা যায়, ১৫-২০ দিন কাজ না করার পর বিষণ্ন লাগে। কোনো জায়গাতে গিয়েও ভালো লাগে না। আবার যখন অভিনয়ে ফিরি, নাটক নিয়ে আলোচনা করি, রিহার্সেল করি, অভিনয়টা ভালোভাবে করার চেষ্টা করি। এই বিষয়টি আমাকে রিলিফ দেয়, আমার বিষণ্নতা চলে যায়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।