কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার চার দিন পর মো. জুবায়ের (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে শাহপরীর দ্বীপ ট্রলারঘাট সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর নিশ্চিত করেছেন।
নিহত জুবায়ের টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা নুরুল আলম জানান, সকালে নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়, পরে পুলিশ এসে তা উদ্ধার করে। নিহতের পরনে গেঞ্জি ও হাফপ্যান্ট ছিল।
ওসি নাজমুন নূর জানান, গত ২৯ সেপ্টেম্বর জুবায়ের আরও ৯ জনসহ একটি ইঞ্জিনচালিত বোটে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। বাকি ৯ জন ১ অক্টোবর ফিরে এলেও জুবায়ের আর ফেরেননি। স্বজনরা জুবায়েরের খোঁজ নিতে গেলে ওই ৯ জন কোনো তথ্য না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে দেন। চার দিন পর শুক্রবার জুবায়েরের মরদেহ নাফ নদীতে ভেসে ওঠে।