ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

লাইফ সাপোর্টে তোফায়েল আহমেদ

অবস্থার অপরিবর্তন, মৃত্যুর গুজবে স্বজনদের হতাশা

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এরই মধ্যে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁর স্বজনেরা।

গত ২৭ সেপ্টেম্বর বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তোফায়েল আহমেদ। পরদিন অর্থাৎ ২৮ সেপ্টেম্বর তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্কয়ার হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মোহাম্মদ এসাম এবনে ইউসুফ ছিদ্দিক জানিয়েছেন, তোফায়েল আহমেদ বর্তমানে লাইফ সাপোর্টে আছেন এবং তাঁর অবস্থা ‘মেডিক্যালি ক্রিটিক্যাল’।

তিনি বলেন, “তাঁর শারীরিক অবস্থার খুব যে উন্নতি হয়েছে, তা বলা যাবে না; আবার অবনতিও হয়নি। অপরিবর্তিত অবস্থায় আছেন।”

সাবেক মন্ত্রীর মেয়ের জামাই ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ তৌহিদুজ্জামান তুহিন জানান, যতক্ষণ পর্যন্ত হৃদ্‌যন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে চলে, ততক্ষণ পর্যন্ত লাইফ সাপোর্ট বন্ধ করা হয় না।

তিনি বলেন, “প্রতিদিন উনার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তাতে কিছু প্যারামিটার কারেকশন হচ্ছে, কিছু প্যারামিটারের অবনতি হচ্ছে। দোয়া করবেন আপনারা। উনার অবস্থার অবনতি–উন্নতি আমরা জানাব।”

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে তোফায়েল আহমেদ হুইলচেয়ারে চলাফেরা করছেন। স্ট্রোকের কারণে তাঁর শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলেও জানা যায়।

গত বুধবার মধ্যরাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তোফায়েল আহমেদের মৃত্যুর দাবি করা হয়, যা দ্রুত গুজব আকারে ছড়িয়ে পড়ে।

এমন বক্তব্যকে ‘পীড়াদায়ক’ বলে জানান তাঁর মেয়ের জামাই তৌহিদুজ্জামান তুহিন। তিনি বলেন, “একটা লোক বেঁচে আছে। কিন্তু নানা গুজব ছড়ানো হচ্ছে। এটা আমাদের জন্য পীড়াদায়ক। উনারা (আওয়ামী লীগ) কেউ জানেন না। এ ব্যাপার তাঁদের সঙ্গে যোগাযোগ করিনি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।