ঢাকাশুক্রবার , ৩ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ভোটের জন্য আল্লাহকে নারাজ করা যাবে না: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ৩, ২০২৫ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্তব্য করেছেন যে, ভোটের জন্য আল্লাহকে নারাজ করা ঠিক নয়। তাঁর মতে, এমন কাজে আল্লাহকেও পাওয়া যাবে না এবং ভোটও ফলপ্রসূ হবে না।

শুক্রবার (৪ অক্টোবর, ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তরুণ এই রাজনীতিবিদ এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

পার্থ আরও লেখেন যে, প্রতিটি মানুষ যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। তিনি দেশের জন্য কল্যাণ ও হেদায়েত কামনা করে বলেন, “আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন।”

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ২০০৮ সালের জাতীয় নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘদিন বিএনপির জোটসঙ্গী হিসেবে থাকার পর তিনি জোট থেকে সরে দাঁড়ান।

তবে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে যে, সম্প্রতি বিএনপির সঙ্গে তার ঘনিষ্ঠতা আবারও বেড়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ আসনটি বিএনপি আন্দালিব রহমান পার্থের জন্য ছেড়ে দিতে পারে বলেও জোর আলোচনা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।