আকক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পুলিশের হাতে আটক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তার বড় ভাই এবং মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়।
ওসি মনজুরুল হক বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা কাইয়ুমকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলার অনুসন্ধানের অংশ হিসেবে তার বড় ভাই শ্রমিকদল নেতা আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা কাইয়ুমকে পুলিশ আটক করেছিল, কিন্তু সে সময় তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। সেই ছিনিয়ে নেওয়ার ঘটনাতেই এখন তার ভাই শ্রমিকদল নেতা গ্রেফতার হলেন।