ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

দেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন: ডাঃ সাবিনা ইয়াছমিন

ঈদগাহ, কক্সবাজার
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঈদগাহ, কক্সবাজার: কক্সবাজারের ঈদগাহ এলাকা থেকে উঠে আসা এক উজ্জ্বল নক্ষত্র ডাঃ সাবিনা ইয়াছমিন, যিনি এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে স্বীকৃতি পেয়েছেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি চিকিৎসাবিজ্ঞানে এই বিরল সাফল্য অর্জন করে দেখিয়েছেন।

ডাঃ সাবিনা ইয়াছমিন ২০২১ সালে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। এরপর তিনি প্রথমবারেই তার পছন্দের বিষয় চক্ষুবিদ্যায় পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রীর জন্য মনোনীত হন। সম্প্রতি, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে প্রথম প্রচেষ্টাতেই চক্ষু বিশেষজ্ঞ হিসেবে তাঁর উচ্চতর ডিগ্রি সফলভাবে সম্পন্ন করেছেন।

এই ব্যতিক্রমী সাফল্যের ফলে তিনি এখন দেশের সর্বকনিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন হিসেবে চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, তাঁর পরিবারে চিকিৎসাবিজ্ঞানে এটি দ্বিতীয় সফল পদার্পণ। তাঁর বড় ভাই ডাঃ এম. খালেদ মাহমুদ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

ডাঃ সাবিনা ইয়াছমিনের এই অর্জন তরুণ প্রজন্মকে চিকিৎসাবিজ্ঞানে আরও আগ্রহী হতে অনুপ্রাণিত করবে বলে মনে করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।