জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী চত্ত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়ক পেকুয়া বাজারের পশ্চিমে গিয়ে শেষ হয়।
পেকুয়া উপজেলা জামায়াতে আমীর মাওলানা মোঃ ইমতিয়াজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ডাক্তার নুরুল কবিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াত ইসলামী নেতা মাওলানা হেদায়েত উল্লাহ, বারবাকিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু ও উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক জয়নাল আবদীন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ফারুক বলেন, জুলাই সনদের ভিত্তিতে অবশ্যই আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।
তিনি প্রশাসনকে উদ্দেশ্যে করে আরো বলেন, আজকে থানা থেকে আসামী ছিনিয়ে নেয়া হয়। মব সৃষ্টি করে নিরহ লোকদের মারধর করা হয়, চাঁদা আদায় করা হয়। তাতে প্রশাসন কিছুই করতে পারছেনা। এমন ঘটনা সুস্পষ্ট নির্বাচন বানচালের ষড়যন্ত্র। স্বৈরাচার সরকারের দায়ী ব্যক্তিদের বিচার ও সংস্কার না করলে কিছুতেই সুষ্ট নির্বাচন সম্ভব নয়।এমন ষড়যন্ত্র বাংলাদেশ জামায়াত ইসলামী আপামর জনসাধারণকে সাথে নিয়ে রুখে দেবো। সুষ্ট নির্বাচনের জন্য ইউনুস সরকারকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।