ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৩ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: মহাপরিচালক

ডেস্ক রিপোর্টঃ
আগস্ট ২৩, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।

শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মহাপরিচালক জানান, বর্তমানে প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকারের পরিকল্পনা হলো, আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, দেশের হাওর, চরাঞ্চল এবং প্রত্যন্ত এলাকার শিক্ষকরা প্রায়ই শহরে বদলি হতে চান।

তবে নিয়ম অনুযায়ী যেখানে পোস্টিং হয়, সেখানেই থাকতে হবে। তিনি আরও বলেন, এই বদলি সমস্যা মূলত সামাজিক ও রাজনৈতিক চাপ থেকেই সৃষ্টি হয়।

সম্প্রতি প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। একই গ্রেডে থাকা সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের (এটিইও) গ্রেড উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, প্রশাসনিক চেইন অফ কমান্ড ভেঙে যাবে—এই ধারণা সঠিক নয়। তবে তাদেরও গ্রেড উন্নয়ন প্রয়োজন বলে তিনি মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।