পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পটিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রবীণ আইনজীবী দীপক কুমার শীলের মৃত্যুতে পটিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
পটিয়া প্রেসক্লাব-এর পক্ষ থেকে সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ও সহ-সভাপতি মোহাম্মদ শাহ জাহান চৌধুরী শোক প্রকাশ করেছেন।
এছাড়াও, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ফয়জুল কবির চৌধুরী টিটু এবং মোস্তাক আহমদ। বিএনপি, এলডিপি, ও অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
মুক্তিযোদ্ধা কমান্ডার রফিক আহমদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি পটিয়া উপজেলার সমন্বয়কারী জাফরুল ইসলাম, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম, গ্রাম ডাক্তার সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, দক্ষিণ জেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ সোহেল সওদাগর সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।