পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কৃষক মুহাম্মদ আবদুর রহিম গুরুত্ব আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৪ জুন সকাল সাড়ে ১১ টায় পুর্ব হাইদগাও পাহাড়ে কাঠাল বাগানে। আহত আবদুর রহিম (৪৭) সে পুর্ব হাইদগাও ৬ নম্বর ওয়ার্ড গোলাম নবীর বাড়ির আবদুল নবীর পুএ।
আহত রহিম কে স্থানীয়রা উদ্ধার করে প্রথম পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে সেখানে তার অবস্থা আশংকাজনকে হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। এ ঘটনায়
মুহাম্মদ আবদুর রহিম বাদী হয়ে তার প্রতিবেশি প্রতিপক্ষ মৃত সুলতান আহমদ এর ছেলে ইকবাল পারভেজ, মো: মামুন, লেদু মিয়ার ছেলে আবদুর রহমান সহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা নং ১৯ দায়ে করে।
মামলার এজাহার সুএে জানায় যায়, বাদী আবদুর রহিম এর সাথে পারিবারিক সামাজিক জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষ বিবাদীগণের সাথে বিরোধ চলে আসছিল। পুর্ব শক্তুতার জের ধরে ১৪ জুন সাড়ে ১১ টার দিকে
প্রতিপক্ষরা সন্রাসী কায়দায় এলোপাতাড়ি পিটিয়ে- কুপিয়ে ছুরিকাঘাত করেন বলে মামলার এজাহার সুএে জানা যায়। বর্তমানে বাদী আবদুর রহিম এর পরিবার প্রতিপক্ষ বিবাদীগনের হত্যার হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে। ফলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন যাপন করছে বাদীর পরিবার। আবদুর রহিম এ বিষয়ে উর্ধতন পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
মামলার বাদী আবদুর রহিম জানান, বিবাদীগন পুর্বে ষড়যন্ত্রমুলক আমার ভাই ইকবাল কে খুন করে, এখন আমি ও আমার পরিবার কে খুন করতে চাই।