ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের মহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা একটি পণ্যবাহী ট্রাক ও একটি বোট জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মহেশখালী থানার পুলিশ মাতারবাড়ি ভিআইপি সড়কের জেটিঘাট এলাকায় এই অভিযান চালায়।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারেন যে, একটি চক্র বোটযোগে বিভিন্ন বাংলাদেশি পণ্য মিয়ানমমারে পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের কাজে ব্যবহৃত বোট, ট্রাক এবং তাতে থাকা পণ্য জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত বোটের মালিক মহেশখালীর কুতুবজোম ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে মহেশখালীর বিভিন্ন এলাকা—যেমন: ঘটিভাঙ্গা, সোনাদিয়া, ধলঘাটা ও মাতারবাড়ি—থেকে সমুদ্রপথে মিয়ানমারে পণ্য পাচার করে আসছে।

এসআই সুমিত বড়ুয়া আরও বলেন, এই পাচার চক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।