দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন, যা তার অনুসারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পোস্টে তিনি দেশের রাজনীতি, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্ক এবং সাধারণ মানুষের অবস্থান নিয়ে একাধিক কড়া মন্তব্য করেছেন।
নিজের ফেসবুক পোস্টে খায়রুল বাসার লিখেছেন, ‘এই দেশটা এক অনন্য শত্রুর দেশ! দলের বিপক্ষে দল, মানুষের বিপক্ষে মানুষ! এই দলের শত্রু ওই দল, ওই দলের শত্রু এই দল। তাদের কাজ জনগণকে জনগণের শত্রু করে তোলা। আমরা তাদের পিছনে নাচি, মরি, কাটাকাটি করি!’ তিনি আরও উল্লেখ করেন যে, রাজনৈতিক দলের বাইরে সাধারণ পেশাজীবী মানুষ, যেমন—একজন ডাক্তার, শিক্ষক বা সাংবাদিকের মৃত্যু নিয়ে কেউ কোনো কথা বলে না, তাদের নিয়ে কোনো হুঁশিয়ারি দেওয়া হয় না।
পোস্টের শেষ দিকে খায়রুল বাসার ক্ষোভের সঙ্গে লেখেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল বাটপারের তীর্থভূমি আমার জন্মভূমি…।’ এই উক্তিটি তিনি দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরতে ব্যবহার করেছেন। তার এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন।