ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

সোনার দামে নতুন রেকর্ড, এবার ভরি কত?

সাম্প্রতিক খবর ডেস্কঃ
এপ্রিল ১৩, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের বাজারে ফের সোনার দামে নতুন রেকর্ড হয়েছে।এবার প্রতি ভরি সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ১৮৭ টাকা।এতে সবচেয়ে ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৬৩ হাজার ২১৪ টাকা।দেশের বাজারে এটিই এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ার এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম আগামীকাল (১৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ ১০ এপ্রিল রাতে সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪০৩ টাকা বাড়ায় বাজুস। তাতে এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা। এ দামেই শনিবার রাত পর্যন্ত সোনা বিক্রি হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৬৩ হাজার ২১৪ টাকা। যা আজ (শনিবার) সন্ধ্যা পর্যন্ত ছিল ১ লাখ ৫৯ হাজার ২৭ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম পড়বে এক লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা ভরি।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ৩৩ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম পড়বে এক লাখ ১০ হাজার ২৭১ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।