ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

৫ আগস্ট দেশে ব্যাংক বন্ধ, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ছুটি

সাম্প্রতিক খবর ডেস্ক
জুলাই ১৮, ২০২৫ ৭:১০ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ৫ আগস্ট (সোমবার) সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। দিনটিকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সরকার ছুটি ঘোষণা করায় বাংলাদেশ ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকার, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই উপলক্ষে দেশের সব অফিস-আদালতের মতোই তফসিলি ব্যাংকগুলোও ছুটির আওতাভুক্ত থাকবে।

বাংলাদেশ ব্যাংক সবাইকে এই ছুটির ব্যাপারে আগেভাগে প্রস্তুতি নিতে এবং আর্থিক লেনদেন পরিকল্পনা করতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ৫ আগস্ট ২০২৪ একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের দমনপীড়ন, ভোট কারচুপি, লুটপাট ও স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে আওয়ামী লীগ ক্ষমতা হারায়। শেখ হাসিনা, যিনি এক যুগ ধরে রাষ্ট্রক্ষমতা আঁকড়ে ধরে ছিলেন, শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হন। এই দিনটিকে জনগণের বিজয় এবং বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার দ্বার উন্মোচন হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।