পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:– গত শুক্রবার পটিয়া উপজেলা তরুণ দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সময় তারা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
মোহাম্মদ সোহেল সওদাগরের নেতৃত্বে তরুণ দলের এই কমিটি সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
এছাড়াও, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির এবং দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি মফজল আহমদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।
পটিয়া উপজেলা তরুণ দলের নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান যে, তারা ইদ্রিস মিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং তাকে একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে দেখেন। এ সময় ইদ্রিস মিয়া সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ক্ষমতায় আনার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ৫ই আগস্টের বিজয় ধরে রাখতে বিএনপির আয়োজিত শোভাযাত্রা সফল করতে হবে।
উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণ দলের সভাপতি মোহাম্মদ সোহেল সওদাগর, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন, পটিয়া উপজেলার এস এম সেকান্দর। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুলহক, সদস্য সচিব মোহাম্মদ তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জমির উদ্দীন, মোঃ শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, ডাঃ দেবাশীষ, মোঃ জুবায়ের, মোঃ ইয়াকুব হোসেন, মোহাম্মদ নাছির উদ্দীন, ইমরান চৌধুরী, মোহাম্মদ সঞ্জীব, মে শেষ জাহাঙ্গীর হোসেন আপন, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ সরোয়ার আলম, স্বপন বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, মোঃ মনির হোসেন, মোহাম্মদ সাজ্জাদ, আমিন শরীফ, মোহাম্মদ শহীদ, জীবন আহমদ জসীম, মোহাম্মদ ফোরকান, ফরহাদ খান, মোহাম্মদ ইমন।
আরও উপস্থিত ছিলেন, মোঃ সোহেল, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মুজিব, মো: মাসুদ, মোঃ আশিক, সরোয়ার আলম, মো: হাবিব, মো: আরফাত, অপূর্ব দত্ত, ইকবাল হোসেন, এনামুল হক, মো: বাপ্পা, মিজানুর রহমান, মোঃ মাসুদ রানা, মো: সাকিব, মোঃ সুমন, মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ শাহাদাত, মোহাম্মদ নিশান, মোহাম্মদ শান্ত, শানু সিকদার, মোহাম্মদ শাহাদাত, জয় সর্দার, মোহাম্মদ সামির, মোহা হাসান প্রমুখ।