ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর (২৭ সেপ্টেম্বর, ২০২৫) একটি নতুন তথ্য প্রকাশ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫১৪ জন। তবে সুখবর হলো, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৮৮ জনে অপরিবর্তিত রয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫১৪ জনের মধ্যে বিভাগভিত্তিক চিত্রটি নিম্নরূপ:
* বরিশাল বিভাগে: ১১৫ জন
* চট্টগ্রাম বিভাগে: ৯০ জন
* ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে): ১১১ জন
* ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে: ৮০ জন
* ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে: ৯৫ জন
* ময়মনসিংহ বিভাগে: ১৫ জন
* রাজশাহী বিভাগে: ৮ জন
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (সেপ্টেম্বর ২৭, ২০২৫) সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০৬ জন।
উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মোট মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।