ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫১৪, মৃতের সংখ্যা অপরিবর্তিত

স্বাস্থ্য ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর (২৭ সেপ্টেম্বর, ২০২৫) একটি নতুন তথ্য প্রকাশ করেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫১৪ জন। তবে সুখবর হলো, এই সময়ের মধ্যে ডেঙ্গুতে নতুন করে কারো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৮৮ জনে অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫১৪ জনের মধ্যে বিভাগভিত্তিক চিত্রটি নিম্নরূপ:
* বরিশাল বিভাগে: ১১৫ জন
* চট্টগ্রাম বিভাগে: ৯০ জন
* ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে): ১১১ জন
* ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে: ৮০ জন
* ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে: ৯৫ জন
* ময়মনসিংহ বিভাগে: ১৫ জন
* রাজশাহী বিভাগে: ৮ জন

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত (সেপ্টেম্বর ২৭, ২০২৫) সারাদেশে হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০৬ জন।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মোট মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।