ঢাকাশুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

হারবাংয়ে কাট্টলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নতুন কমিটি গঠন

মোঃ সোহেল (আরমান), স্টাফ রিপোর্টারঃ
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৬:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ সোহেল আরমান,স্টাফ রিপোর্টার: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কাট্টলী দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার হেফাজখানা ও এতিমখানার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আয়োজিত সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাজাহান কোম্পানির, সহ-সভাপতি জুনাইদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক ওসমান গনি, ক্যাশিয়ার মোঃ হানিফ এবং সহ-ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু ছিদ্দিক।

এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মালেক, মনির উদ্দিন, ফারুক ড্রাইভার, গিয়াস উদ্দিন (সও) ও জয়নাল আবেদীন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গয়ালমারা স্টেশন উত্তর হারবাং কাট্টলী চৌমুহনী এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন আলহাজ্ব দিলোয়ারা বেগম।

সভায় আহবায়ক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ফজলুল কবির, মোঃ মোছা (সও), মোঃ সোয়াইফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মাওলানা নাঈমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসীর প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে মাদ্রাসা ও এতিমখানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের মানসম্মত ধর্মীয় শিক্ষা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।