নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় উত্তর হারবাং কাট্টলি এলাকার মৃত শাহাব মিয়ার ছেলে গোলাম কাদের গুরুতর আহত হয়েছে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মো. নূরুল ইসলাম (১৮) কে গ্রেপ্তার করেছে। অপরজন, বেলাল উদ্দিন (২৫), এখনো পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারবাং ইউনিয়নের সামাজিক পাড়া এলাকায় ছিনতাইকারীরা একটি অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে চালক বাধা দেন। এ সময় তাকে মারধর করা হয় এবং গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সাইফুল ইসলাম এর নেতৃত্বে এএসআই রূপন ও সঙ্গীয় ফোর্স মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি হারবাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সামাজিক পাড়ার বাসিন্দা এবং দলিল আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, নূরুল ইসলামের সহযোগী বেলাল উদ্দিন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
স্থানীয়রা জানান, গ্রেপ্তারকৃত নূরুল ইসলাম প্রায় ১৬ বছর আগে মানিকপুর ইউনিয়ন থেকে হারবাং এলাকায় এসে বসবাস শুরু করে এবং পরে স্থানীয় অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে পড়ে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান,অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।