জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, “বাংলাদেশে একই সময়ে ঈদ আর পূজা পালিত হয়, কিন্তু কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয় না— এটাই বাংলাদেশ। আমরা এ রকম একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছি।”
বৃহস্পতিবার উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে জেলা আমীর উপরোক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজনৈতিক ও ধর্মীয় কারণে কোনো ধর্মের মানুষ নির্যাতিত, বঞ্চিত ও প্রতারিত হবে না। আমরা সকল ধর্মের মানুষের জন্য একটি শান্তিময় ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আর এটাই ইসলামের শিক্ষা।”
মাওলানা আনোয়ারী আরও বলেন, ইসলামের ব্যাপকতা, উদারতা ও সহনশীলতা সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে। তাই নতুন বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হিসেবে গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা কর্মপরিষদ সদস্য ও উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, ইউনিয়ন আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী, ইউনিয়ন সেক্রেটারী আবু সাঈদ মোহাম্মদ মাসুম, ওয়ার্ড সভাপতি মনজুর আলম, মাওলানা হারুনর রশীদ, মাওলানা মুহাম্মদ ছগীর, মাওলানা আতিক, মাওলানা জমিরউদ্দীন, যুবনেতা ও জুলাই যোদ্ধা শেখ সাঈদী, শ্রমিক নেতা হেলাল উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।