ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে বাংলাদেশ: ইনিংস মেরামতের চেষ্টা

খেলাধুলা ডেস্ক
জুলাই ৮, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে প্রথম সারির দুই উইকেট দ্রুত হারানোর পর ইনিংস মেরামতের চেষ্টা করছেন দলের ব্যাটসম্যানরা।

মঙ্গলবার (৮ জুলাই) এই ম্যাচে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম ১৩ বলে ১৭ রান করে আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হন। এরপর রানের খাতা খোলার আগেই দুশমন্থ চামিরার বলে বোল্ড হয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।

মাত্র ২০ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় মিলে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে পারভেজ হোসেন ইমন ২৮ রান করে দুনিথ ভেল্লালাগের বলে ফার্নান্দোর হাতে ক্যাচ তুলে দেন। তিনি ৪৪ বলে এই রান করেন।

৬২ রানে তৃতীয় উইকেট হারানোর পর, বর্তমানে তাওহিদ হৃদয় এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মিলে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।