শান্তির নীড়
লেখক – দুর্জয় ত্রিপুরা
ভোর বিহনে তিমির ক্ষণে
বিদায় নিলে নিশি
সূর্য মামা হেঁসে উঠে
আলো দিতে বেশি।
কিচিমিচি পাখির ডাকে
ঘুম ভাঙ্গানি গানে
মেতে ওঠে গুনগুনিয়ে
প্রভুর তোমার সনে।
সুষ্টি সেরা মানুষ সবাই
ব্যস্ত হয়ে ছোটে
সারাদিনে কর্ম শেষে
ফিরে আসে নীড়ে।
সন্ধা এলে সূর্য মামা
ক্লান্তি শেষে বিদায় নিলে
নীল আকাশে তারার মাঝে
চন্দ্র মামা ওঠে।
মায়ের কোলে শিশু হাঁসে
চন্দ্র মামার সাথে
মনের সুখে ঘুমিয়ে পড়ে
আপন শান্তির নীড়ে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।