পেকুয়া প্রতিনিধিঃ “গাছ লাগান, পরিবেশ বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ছাত্র সংঘ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাখালী ছাত্র সংঘের সভাপতি হাফেজ মুহাম্মদ হারুনুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট হুমায়ুন কবির, এডভোকেট আসাদ উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তাক আহমদ এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনুর রশিদ।
বক্তারা বলেন, "আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তারা যদি এখন থেকেই পরিবেশ সচেতন হয়ে ওঠে, তাহলে ভবিষ্যতে এক সবুজ, বাসযোগ্য সমাজ গড়ে উঠবে। রাজাখালী ছাত্র সংঘের এ ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"
তারা আরও বলেন, "প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ গ্রহণ করা হলে শিক্ষার্থীদের মধ্যে গাছপালার প্রতি ভালোবাসা বাড়বে এবং তারা পরিবেশ রক্ষায় সচেতন ভূমিকা রাখবে।"
আয়োজক সংগঠনের সভাপতি হাফেজ মুহাম্মদ হারুনুর রশিদ বলেন,"আমরা শুধু শিক্ষার চর্চা নয়, সামাজিক উন্নয়নেও ছাত্র সমাজকে সম্পৃক্ত করতে চাই। প্রতি বছর আমরা নিয়মিতভাবে বৃক্ষরোপণ, রক্তদান, শিক্ষা সহায়তা ও সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যাবো, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজাখালী ছাত্র সংঘের সদস্যবৃন্দ।