ঢাকামঙ্গলবার , ১৭ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

রাজাখালীতে কৃষকদলের বীজ বিতরণ সভা

বাহার উদ্দিন, পেকুয়া
জুন ১৭, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাহার উদ্দিন, পেকুয়াঃ সালাহ উদ্দিন বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক নেতার তালিকায় জায়গা করে নিয়েছে। তিনি কৃষক শ্রমিক মেহনতী মানুষের নেতা। অপপ্রচার করে তাকে থামানো যাবে না এমনটা দাবী করেছেন রাজাখালী কৃষকদলের বীজ বিতরণ সভায় পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে রাজাখালী সবুজ বাজার এলাকায় ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে পেকুয়া উপজেলা কৃষকদলের আয়োজনে সাবেক মন্ত্রী,বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদের পক্ষ থেকে ইউনিয়নের দেড় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে উন্নত মানের ধানের বীজ বিতরণ করেন।

অনুষ্ঠানের শুরুতে হুমায়ন কবিরের পবিত্র কোরআন তিলাওয়াতে মধ্য দিয়ে রাজাখালী ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব নুরুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক এস এম আমিন উল্লাহর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি।

উদ্বোধনী বক্তব্যে পেকুয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি বলেন,  উপজেলায় ৮টি সাংগঠনিক ইউনিটে কৃষকদলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি,আগামীতে বিএনপি সরকার গঠন করলে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সব ধরনের কৃষি উপকরণ দিয়ে কৃষিকে এগিয়ে নিতে কাজ করবো।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার জেড এম মুসলেম উদ্দিন, রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু,উপজেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলাদল সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন ,ছরওয়ার উদ্দিন, আহবায়ক, পেকুয়া পূর্ব জোন আহবায়ক ছরওয়ার উদ্দিন, সদর পশ্চিম জোন আহবায়ক জহিরুল ইসলাম, মগনামা আহবায়ক মঈন উদ্দিন,শিলখালী আহবায়ক রাশেদ এলাহী, উপজেলা কৃষকদলের যুগ্ন-আহবায়ক রুহুল কাদের, সদর পূর্ব জোন সদস্য সচিব আবু ইউসুফ, শিলখালী সদস্য সচিব নুরুল হোছাইন। রাজাখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন আরিয়ান, আরফাত রহমান কোকো স্মৃতি পাঠাগারের সভাপতি জাহেদুল ইসলাম রিফাত প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।