ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

মেয়েকে নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ পরীমণি

বিনোদন ডেস্ক
আগস্ট ৬, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

অভিনেত্রী পরীমণিকে নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অভিযোগ করা হয়, তিনি নাকি তার দত্তক কন্যা প্রিয়মকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন।

এছাড়াও, অনেকেই প্রশ্ন তোলেন যে তিনি তার ছেলে পদ্মকে নিয়মিত জনসম্মুখে আনলেও মেয়েকে ততটা সামনে আনেন না। এই ধরনের সমালোচনার কড়া জবাব দিয়েছেন পরীমণি।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে ও মেয়েকে একসঙ্গে খাওয়ানোর একটি ভিডিও শেয়ার করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, কিছু মানুষ তার মেয়েকে নিয়ে অযথা চিন্তিত। কথায় কথায় ‘দত্তক’ শব্দটি ব্যবহার করা নিয়ে তিনি বিরক্ত। পরীমণি স্পষ্ট করেন, তার মেয়ে কোনো ‘বিজনেস এলিমেন্ট’ নয় এবং তার ইচ্ছে হলে তিনি ছবি দেবেন, না হলে দেবেন না।

তিনি আরও বলেন, ছেলে পদ্ম ও মেয়ে প্রিয়ম দু’জনকেই তিনি নিজ হাতে লালন-পালন করছেন। পরীমণি জানান, শোবিজের বাইরে তার জীবন খুবই সাধারণ। তিনি ঘরের সব কাজ এবং বাচ্চাদের যত্ন নিজেই করেন।

এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার বলেছেন, সন্তানদের নিয়ে তার ব্যক্তিগত জীবনকে আলোচনায় আনা তিনি পছন্দ করেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।