মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার দাখিল (নবম-দশম) ও আলিম (একাদশ-দ্বাদশ) স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড আগামী শিক্ষাবর্ষ (২০২৬) থেকেই নবম শ্রেণিতে এই বিভাগ চালুর প্রস্তুতি নিচ্ছে।
এ বিষয়ে আগ্রহী মাদরাসাগুলোর কাছ থেকে আবেদন চেয়ে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নূরুল হক আমার দেশকে জানান, মাদরাসা শিক্ষাব্যবস্থায় একসময় কেবল মানবিক বিষয় চালু ছিল। পরবর্তীতে বিজ্ঞান বিভাগ চালু হওয়ায় মাদরাসার শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে এবং বিভিন্ন দেশে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এ নিয়ে একাধিক সেমিনার-ওয়ার্কশপ শেষে পাঠ্যবই চূড়ান্ত করা হয়েছে এবং বই প্রকাশের জন্য শিগগিরই পাণ্ডুলিপি এনসিটিবিতে হস্তান্তর করা হবে।
চেয়ারম্যান বলেন, “আমরা মনে করি মাদরাসা থেকে পড়ে সব সেক্টরে লোক যাওয়া দরকার। সেজন্য আগামী জানুয়ারি থেকেই নবম শ্রেণিতে ব্যবসায় শিক্ষা শাখা চালু করব।”
ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য মাদরাসাগুলোকে কিছু শর্ত পূরণ করতে হবে। অধ্যাপক নূরুল হক জানান, যাদের সক্ষমতা আছে, ছাত্রসংখ্যা বেশি, মানবিক ও বিজ্ঞান বিভাগ আছে এবং এ বছর অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১০০ ছাত্র আছে, কেবল তারাই আবেদন করতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এনটিআরসিএ-এর মাধ্যমে শিক্ষক পেতে সময় লাগতে পারে। তাই আপাতত নিজ উদ্যোগে পার্টটাইম শিক্ষক নিয়োগের সক্ষমতা রয়েছে, এমন মাদরাসাগুলোকেই আবেদন করতে উৎসাহিত করা হবে। ক্লাসরুম বা অবকাঠামোগত সমস্যা নেই—এ ধরনের শর্ত দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং যাচাই-বাছাই করে সংখ্যা কম হলেও অনুমতির ব্যবস্থা করা হবে।
এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ জানান, কারিকুলাম ও পাঠ্যবই প্রস্তুত হলেও আগের সরকারের বাধায় এতদিন ব্যবসায় শিক্ষা শাখা খোলা সম্ভব হয়নি। এখন মাদরাসা বোর্ড এই শিক্ষাধারাকে ইসলামিকরণের দিকে নিয়ে যাচ্ছে এবং সেজন্য সিলেবাস-কারিকুলাম নতুন করে ডিজাইন করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষে নবম এবং ধারাবাহিকভাবে আলিম পর্যন্ত এই শাখা চালু হবে।
মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. উবায়দুর রহমান সাহেল স্বাক্ষরিত নোটিসে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডকে ২০২৬ শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা শাখা চালু করার নির্দেশনা দেওয়া হয়।