ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালীর মাতারবাড়ীতে মাছের প্রজেক্ট থেকে নিখোঁজ মানসিক রোগীর মরদেহ উদ্ধার

মহেশখালী সংবাদদাতা
অক্টোবর ২, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মহেশখালী সংবাদদাতাঃ কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীর টাট্টিঘোনা নামক একটি মাছের প্রজেক্ট থেকে নিখোঁজের একদিন পর মো. রুবেল (৩৪) নামের এক মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গতকাল বুধবার (১ অক্টোবর) রাত ১০টার দিকে ইউনিয়নের পূর্ব মগডেইল মসজিদের পাশে টাট্টিঘোনা নামক মাছের প্রজেক্ট থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহটি উদ্ধার করে। নিহত রুবেল ওই এলাকার লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন লোক টাট্টিঘোনা মাছের প্রজেক্টে মাছ ধরতে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তারা স্থানীয় কয়েকজনকে ডেকে এনে মরদেহটি উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও মৃগী রোগী হওয়ার কারণে অসাবধানতাবশত রুবেল পানিতে পড়ে গিয়ে থাকতে পারেন।

নিহতের পরিবার জানিয়েছে, রুবেল ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন এবং মৃগী রোগী ছিলেন। গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার পর স্বজনরা তার মানসিক অবস্থার কথা উল্লেখ করে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে সন্ধান কামনা করেছিলেন।

মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই সুমিত বড়ুয়া বলেন, গ্রামবাসীর বক্তব্য অনুযায়ী রুবেল মানসিক ও মৃগী রোগী ছিলেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার দাফন সম্পন্ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।