ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়েছে

সাইদুর রহমান, মহালছড়ি প্রতিনিধিঃ
মে ২৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল” এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় জমজমাট অনুষ্ঠান মালা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  হয়েছে।

২৪ শে  মে (শনিবার) দুপুর ২ ঘটিকার সময় মহালছড়ি উপজেলা স্টেডিয়ামে ওয়াদুদ ফাউন্ডেশন, মহালছড়ি এর আয়োজনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর আয়োজক কমিটির আহবায়ক মো, আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাগড়াছড়ি পার্বত্য জেলা, বিশেষ অথিতি  হিসাবে উপস্থিত  খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এন আবছার। এছাড়াও মহালছড়ি উপজেলার বিএনপি ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে মহালছড়ি শিল্পকলা শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জমকালো আটস ফাটিয়ে টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা শুরু করেন প্রধান অতিথি।

ফাইনাল খেলায় অংশ করে মহালছড়ি সদর উপজেলার অনির্বাণ স্পোর্টিং ক্লাব বনাম মাইসছড়ি জিয়া স্মৃতি সংসদ ক্লাব। অনির্বাণ স্পোর্টিং ক্লাব ৪-১গোলে জয়ী হয়। খেলার ম্যান অব ম্যাচের খেতাব অর্জন করেন অনির্বাণ স্পোর্টিং ক্লাবের মো: জুয়েল হোসেন এই টুর্নামেন্টে মহালছড়ির ১২টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানায় আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

আজকের খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা’র নিখিল দে এবং সহকারী রেফারির দায়িত্বে ছিলেন মো: আলামীন ও কেরু মারমা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।