সাইদুর রহমান, মহালছড়ি প্রতিনিধি: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহালছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান।
এছাড়া, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষীদের ভূমিকা অনন্য। সরকার গৃহীত নানা পদক্ষেপের ফলে এ খাত ক্রমেই সমৃদ্ধ হচ্ছে।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়।
এবং উপজেলায়র বিভিন্ন এলাকায় সাত দিন ব্যাপি মৎস্য চাষের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।