আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের টিকে থাকার লড়াইয়ে কোনোমতে জয় ছিনিয়ে নিলেও, সেই ম্যাচে একাদশ সাজানোয় 'ভুল' করেছিল বাংলাদেশ দল। তবে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ভুল আর করতে চাইবে না লিটন দাসরা।
আজ (শনিবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও একাদশে আনা একাধিক পরিবর্তন দলকে বিপাকে ফেলেছিল।
ওপেনিংয়ে পারভেজ ইমনের জায়গায় সাইফ হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যাকে পঞ্চম বোলার হিসেবেও বিবেচনা করা হয়। তবে সবচেয়ে বড় ভুল ছিল স্পিন অলরাউন্ডার শেখ মাহেদীকে বসিয়ে অতিরিক্ত ব্যাটার হিসেবে নুরুল হাসান সোহানকে একাদশে রাখা। ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের ফলে পার্টটাইম দুই বোলারের ওপর চার ওভার হাত ঘোরানোর দায়িত্ব পড়ে, যা দলের জন্য সমস্যা তৈরি করেছিল।
লঙ্কানদের বিপক্ষে মাহেদীকে ফেরানোর সম্ভাবনা
শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং লাইন আপে পাঁচজন বাঁ-হাতি ব্যাটার থাকায় ডানহাতি অফ স্পিনার শেখ মাহেদী হাসানকে একাদশে ফেরানো এক প্রকার নিশ্চিত বলে মনে করা হচ্ছে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা কার্যকরী হওয়ায় বাংলাদেশ এই ম্যাচে তিন নিয়মিত স্পিনার নিয়ে নামতে পারে। সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে নুরুল হাসান সোহানকে।
বাংলাদেশ এই ম্যাচে তিন নিয়মিত স্পিনার – শেখ মাহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনকে – একাদশে রাখতে পারে। পেস আক্রমণে থাকছেন অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান এবং গতি তারকা তাসকিন আহমেদ। ওপেনিংয়ে সাইফ হাসানকে রেখে দেওয়া হতে পারে, যাতে প্রয়োজনে তিনি দু-এক ওভার হাত ঘোরাতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাইফ হাসান, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: শ্রীলঙ্কা শিবিরে একটি পরিবর্তন অবধারিত। বাবার মৃত্যুতে দেশে ফেরা বাঁ-হাতি স্পিনার দুনিথ ভেল্লালাগের জায়গায় একাদশে আসতে পারেন পেসার মহেশ থিকসানা।
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথা আশালঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাশুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, মহেশ থিকসানা।