ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই

সাম্প্রতিক খবর ডেস্ক
অক্টোবর ২, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: ভাষাসৈনিক, কবি, প্রাবন্ধিক ও প্রখ্যাত রবীন্দ্রবিশেষজ্ঞ অধ্যাপক আহমদ রফিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

আহমদ রফিকের বিশেষ সহকারী মো. রাসেল ও গাড়িচালক মো. কালাম সাংবাদিকদের তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, মৃত ঘোষণার মাত্র সাত মিনিট আগে তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

দীর্ঘদিন ধরেই তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি একাধিকবার ‘মাইল্ড স্ট্রোক’-এর শিকারও হয়েছিলেন। গত ১১ সেপ্টেম্বর ল্যাবএইড হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা না থাকায় গত রোববার তাঁকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউ বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছিল।

১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া আহমদ রফিক জীবনের শেষ দিনগুলো নিউ ইস্কাটনের গাউসনগরের একটি ভাড়া বাসায় একাই কাটাতেন। তিনি ছিলেন নিঃসন্তান এবং ২০০৬ সালে স্ত্রীকে হারান।
তাঁর দীর্ঘ সাহিত্যজীবনে তিনি শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন। রবীন্দ্রচর্চায় দুই বাংলাতেই তাঁর অবদান ছিল অনন্য, যে কারণে কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি দেওয়া হয়েছিল। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

জানা গেছে, মৃত্যুর আগে তিনি তাঁর মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে দান করে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।