ঢাকাশুক্রবার , ১৮ জুলাই ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

বৃহত্তর চট্টগ্রামে রবিবারের পরিবহন ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৫ ৬:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ২০ জুলাই বৃহত্তর চট্টগ্রামে ডাকা গণ ও পণ্য পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নগরের কদমতলীতে অনুষ্ঠিত ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’-এর এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে আলোচনার জন্য ২০ জুলাই পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের ঢাকায় একটি কেন্দ্রীয় বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে পরিবহন খাতের চলমান সমস্যা, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন এবং ‘ইকোনমিক লাইফ’ নীতিমালা পুনর্বিবেচনার দাবি নিয়ে আলোচনা হবে।

যদি ওই বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবিগুলো সন্তোষজনকভাবে সমাধান হয়, তাহলে পরবর্তী কর্মসূচি স্থগিত থাকবে। অন্যথায়, নতুন করে ধর্মঘটের ঘোষণা আসতে পারে বলে নেতারা জানিয়েছেন। তাদের মতে, কেন্দ্রীয় বৈঠকের সিদ্ধান্তের ওপরই পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন আহমেদ সভায় বলেন, দেশে প্রায় ৬০ থেকে ৭০ হাজার গাড়ি ‘ইকোনমিক লাইফ’ নীতিমালার কারণে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ২০১৮ সালে পাস হওয়া সড়ক পরিবহন আইন সংশোধনের দাবি শুরু থেকেই জানানো হলেও, কোনো অগ্রগতি হয়নি। তিনি আরও বলেন, পরিবহন খাতের ওপর বর্তমানে এক ধরনের বৈরী দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। শ্রমিকদের পাশাপাশি মালিকদের বিরুদ্ধেও যাবজ্জীবন সাজার বিধান রাখা হয়েছে, যা কার্যকর থাকলে পরিবহন খাত এগিয়ে নেওয়া সম্ভব নয়।
কফিল উদ্দিন আহমেদ আশ্বস্ত করেন যে, ২০ জুলাই ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন ও বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যৌথ ফোরামে তাদের দাবিগুলো কেন্দ্রীয়ভাবে উত্থাপন করা হবে। তিনি জাতীয় পর্যায়ে সরকারের সঙ্গে ইতিবাচক সমাধানের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

১৫ জুলাই চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন সংশোধন ও ইকোনমিক লাইফ নীতিমালা পুনর্বিবেচনাসহ চার দফা দাবিতে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ২০ জুলাই ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল।

সভায় বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আহ্বায়ক মোরশেদুল আলম কাদেরী, সদস্য সচিব হুমায়ুন কবির সোহেলসহ আরও অনেক নেতা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।