ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে খালেকুজ্জামান স্মরণ সপ্তাহের দ্বিতীয় দিন পালিত

সাম্প্রতিক খবর ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সাবেক সংসদ সদস্য ও বিএনপির নেতা অ্যাডভোকেট খালেকুজ্জামান-এর ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’-এর দ্বিতীয় দিনে কক্সবাজার ও রামুর পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে মোট ৬০০টি চারা বিতরণ করা হয়। এর পাশাপাশি জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুবুর রহমান চৌধুরীর কবর জিয়ারত করা হয়।

গত বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, মাছুমিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা এবং বায়তুল ফালাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন তার বড় ছেলে আহমেদ তানসির জামান উৎস, ঈদগাহ রশিদ আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, ক্রীড়া সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আতিকুর রহমান এবং চলচ্চিত্র-নির্মাতা জাহিন ফারুক আমিন।

গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই স্মরণ সপ্তাহ আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই আয়োজনটি ফ্যাসিবাদী শাসনের পতন ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে ঘোষিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও চারা বিতরণ।  সমুদ্র সৈকত পরিচ্ছন্নতা অভিযান  ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পরিদর্শন ও দোয়া মাহফিল। রামু বাইপাস মহাসড়কে ‘খালেকুজ্জামান চত্বর’ পুনর্বহালের দাবিতে মানববন্ধন। ২৬ ও ২৭ সেপ্টেম্বর ‘অ্যাডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা’-এর চূড়ান্ত পর্ব।
২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে স্মরণসভা এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ।

অ্যাডভোকেট খালেকুজ্জামান ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্বরে এক নির্বাচনী জনসভায় ইন্তেকাল করেন। ১৯৫৩ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণকারী এই নেতা ছিলেন দেশ ও মানুষের প্রতি নিবেদিতপ্রাণ। তার দেশপ্রেম, সন্ত্রাসবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম এবং মানুষের অধিকার রক্ষার অহিংস আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই এই স্মরণ সপ্তাহের মূল উদ্দেশ্য।

মরহুমের ছোট ভাই সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এবং তার ছেলে আহমেদ তানসির জামান উৎস সকলকে স্মরণ সপ্তাহের সব কর্মসূচিতে, বিশেষ করে ২৮ সেপ্টেম্বরের স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।