সাম্প্রতিক খবর ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন অক্টোবর মাসের নির্বাচনে সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে তার প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
মোহাম্মদ আলি আসগর লবি বলেন, “আমরা দলের পক্ষ থেকে তামিম ইকবালকে বিসিবির সভাপতি হিসেবে প্রার্থী হতে বলেছি। আমাদের প্যানেল থেকে তামিম ইকবালই প্রার্থী হবেন। আমার ওপর সভাপতি হওয়ার জন্য চাপ থাকলেও আমি প্রার্থী হব না বলে জানিয়ে দিয়েছি।”
তামিমকে একজন ভালো ছেলে ও নামকরা ক্রিকেটার হিসেবে অভিহিত করে লবি বলেন, “সবদিক থেকে তামিম ভালো। ক্রিকেট বোর্ডের সভাপতি হলে আমরা যদি তাকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তবে সে পারবে।”
বিসিবির সাবেক এই সভাপতি আরও বলেন, “আজ সকালে পত্রিকায় দেখলাম বুলবুলও নাকি সভাপতি হওয়ার জন্য চেষ্টা করছে। এখন দেখছি এখানেও রাজনীতি ঢুকে গেছে। আমি যখন বিসিবিতে এসেছিলাম তখন বলেছিলাম, এখানে রাজনীতি চলবে না, আমরা সবাই এক। এখন দেখা যাক কী হয়। যদি তামিম নির্বাচিত হয়, আমি যেমন কাজ করতে পেরেছি, তাকে দিয়েও করাতে পারব।”