ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

বালাগঞ্জে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বালাগঞ্জ প্রতিনিধি:
মে ৫, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের বালাগঞ্জে ছয় দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩রা মে) বালাগঞ্জ এম.এ খান অডিটোরিয়ামে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ। তিনি বলেন, এই মেলা কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে তারা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেদের চাষাবাদে প্রয়োগ করতে পারবেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক-কৃষানীদের টেকসই কৃষি চর্চা শেখাতে এ আয়োজন করা হয়েছে‌। এতে দেশ ও জাতি সমৃদ্ধ হবে।

এ মেলায় মোট ১২ টি স্টল তৈরি করা হয়েছে। আগামী ৮ মে পর্যন্ত এ মেলা চলবে। মেলায় উপজেলার ছয়টি ইউনিয়ন শতাধিক কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।


কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২৫ এর মাধ্যমে কৃষির আধুনিক ১২টি প্রযুক্তি নিয়ে যেমন- ভাসমান সবজি, উচ্চ মূল্যের ফসল আবাদ, নিরাপদ ফসল উৎপাদন কৌশল, প্রযুক্তি গ্রাম, একক ও মিশ্র ফলবাগান সহ অন্যান্য কৃষির আধুনিক প্রযুক্তি সমূহ প্রদর্শন করা হয়। প্রত্যেকটি প্রযুক্তিতেই বালাগঞ্জ উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে করে কৃষকরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে সহজেই ধারণা নিতে পারবে। এবং উপজেলার ৬টি ইউনিয়নে যেসকল পতিত জমি রয়েছে সেগুলো চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস কৃষক-কৃষাণীদেরকে যেকোনো আধুনিক প্রযুক্তি গ্রহণে সর্বাত্মক সহযোগীতা করে যাচ্ছে।

মেলায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ভুইয়া, ওসি তদন্ত ফয়েজ আহমদ, বালাগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক, খেলাফত মজলিস সিলেট জেলার সহসাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান,
যুগ্ম আহবায়ক মাসুক মিয়া, সাংবাদিক আবুল কাশেম অফিক, জামায়াতে ইসলামীর বালাগঞ্জ উপজেলা আমীর ডাক্তার আব্দুল জলিল, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কবি মীম হুসাইন , সাংবাদিক আমীর আলী, শাহাবুদ্দিন শাহীন, জাকির হোসাইন, তারেক আহমদ, হেলাল আহমদ প্রমুখ।


এছাড়াও মেলায় বিএনপি, জামায়াতে ইসলামি, খেলাফত মজলিস, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।