ঈদ শুনতেই মনে রঙ ধরে, মনে হয় এই বুঝি আবার আনন্দের শুভক্ষণ। বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে আনন্দের বিষয় হলো ছুটিতে বাড়ি ফেরা। প্রতিটি শিক্ষার্থী চায় পড়াশোনার চাপ থেকে মুক্তি ও শহরের কোলাহলময় জীবন থেকে নিজেকে বিরতি দিতে । সব ব্যস্ততার মাঝেও বাড়ি থেকে দূরে থাকা প্রতিটি শিক্ষার্থী চায় পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে।
‘আমারে দু-দন্ড শান্তি দেয় আমার গ্রাম, আমার বাড়ি ‘
এই যান্ত্রিক শহরের যন্ত্রণাময় জীবনকে শান্তি দিতে আসে ছুটি। আর সেটা যদি হয় ঈদের ছুটি তাহলে তো সোনায় সোহাগা। নিজের নাড়ীর টানে ফিরে যাই বাড়িতে। যখন দেখি পরিবারের সকলের সোনামুখগুলো তখন পেটের ভেতর মুচড়ে ওঠা সুখ অনুভব করি। এই কোলাহলময় জীবন ছেড়ে যখন গ্রামে ফিরি তখন মনে ফিরে আসে উৎফুল্লতা। গ্রাম বরাবরই আমার পছন্দের জায়গা। চারপাশে নদী আর গাছপালা দিয়ে পরিপূর্ণ।
জীবনানন্দ তার “বনলতা সেন” কবিতায় লিখেছিলেন,”আমারে দু-দন্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।”
তেমনি আমারও লিখতে ইচ্ছে হয় “আমারে দু-দন্ড শান্তি দেয় আমার গ্রাম, আমার বাড়ি।”
নওশাদ হাসান প্রিন্স
দর্শন বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়।
‘ ঈদে ঘরে ফেরা শুধু আনন্দ নয় ‘
এটা একধরনের মানসিক শান্তিও দেয়। পরিবারের কাছে ফিরে যাওয়া মনের জন্য এক বড় শান্তির মুহূর্ত। গ্রামে ফেরার টান আসে শিকড়ের গভীর থেকে, যেখানে ছোটবেলার স্মৃতি আর ভালোবাসা জড়িয়ে থাকে। সবাই মিলে হাসি আর গল্প হয়। যদিও শহরের জীবন দ্রুত এগিয়ে চলছে, ঈদের ঐতিহ্য ও পরিবার-পরিজনের সঙ্গে একাত্ম থাকার অনুভূতি এখনো অটুট আছে। শহরের ঈদ শেখায় ব্যস্ততার মাঝেও আমরা একে অপরের পাশে থেকে ভালোবাসা ও আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করি। এই ছোট ছোট মিলনের মুহূর্তগুলোই আসল আনন্দের উৎস।
ফারজানা জাহান
গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন
খুলনা বিশ্ববিদ্যালয়
একঘেয়েমি জীবন থেকে কারামুক্তির মতো একটু ছুটির দেখা পাওয়া যায়
পড়াশোনার চাপ, চাকরির চিন্তা মনকে একঘেয়েমি করে তোলে। ঈদ আসে সেই একঘেয়েমির ভিতর এক টুকরো মুক্তির আলো হয়ে। পরিবারের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আগের মতো আর হয় না। যখনই ঈদে ছুটি পাই খুব খুশি হই। ঈদের দিন ছোটদের আবদার মেটানো আরো শান্তির। সব বন্ধু এক হয়ে সবার বাসায় বেড়াতে যাওয়া, সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।
মেহেদী হাসান
অর্থনীতি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
‘বাসের টিকিট হাতে নেওয়া মাত্রই যেন মনে আনন্দ জাগে ‘
সারাবছর বিশ্ববিদ্যালয়ের হল টাই যেনো বাড়ি মনে হয়।
তারপরও সবসময় কিছু একটা নেই নেই মনে হয়। শহরের জীবনের ব্যস্ততা আর কাজের চাপ দিন শেষে চায় একটু শান্তির ছোয়া। যে শান্তি আমি গ্রামে অনুভব করি। ঈদের ছুটি এলেই মনের ভেতরটা হঠাৎ কেমন করে ওঠে—একটা শান্তি ছড়িয়ে পড়ে হৃদয়ে। যখনই বাসের টিকিট হাতে আসে মনে মনে কল্পনায় ভেসে চলে আসে ঈদের আনন্দ, বাড়ি ফেরার প্রশান্তি। এই বুঝি মুক্তি পেলাম সব ব্যস্ততা থেকে।
মোঃ জাহিদ হাসান
সমাজ বিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়
”বাড়িতে ফিরবো”
এই শব্দটা শুনে মায়ের কন্ঠে যে আনন্দ অনুভব হয় তা সত্যিই অপ্রকাশ্য। পথিমধ্যে কিছুক্ষন পর পর ফোন দেওয়া আর ছুটতে থাকা গাড়িতে যাওয়ার অনুভুতিই অন্যরকম। দুয়ারে দাড়াতে না দাড়াতে ছোট ভাইবোনদের ছুটে আসা, আবদার করা। এর মধ্যে তড়িঘড়ি করে এসে সবাইকে সরিয়ে দিয়ে হাত থেকে ব্যাগটা নিয়ে বসতে বলা, খেতে দেওয়া এসবে ব্যতিব্যস্ত মায়ের মন। ঈদের এই ছুটিতে বাড়ি আসায় মা মনে মনে যে খুশি হয় এই সুখ মায়ের কাছে না ফিরলে আর কোথাও পাওয়া যায় না।
ফাহমিদা আক্তার নিপা
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শহরের কোলাহল আর ব্যস্ত জীবনের চাপে অনেক শিক্ষার্থীই গ্রামে ফেরার টান অনুভব করে।
ঈদের ছুটি এই ঘরে ফেরার আনন্দকে আরো দ্বিগুণ করে তোলে। গ্রামের মুক্ত আকাশ, সবুজ মাঠ, নদীর ধারে বসে থাকা, কুয়াশায় ঢাকা সকাল—এসব স্মৃতি শিক্ষার্থীদের মনে এক ধরনের প্রশান্তি আর স্বস্তি এনে দেয়।