ভারতীয় ক্রিকেট দল আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে না। তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সাদা বলের সিরিজটি আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (FTP) অংশ হলেও, বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি এবং বিসিসিআই পারস্পরিক সমঝোতার মাধ্যমে সিরিজটি আগামী সেপ্টেম্বর ২০২৬-এ আয়োজনের বিষয়ে একমত হয়েছে।
আগস্টে বাংলাদেশের সফর বাতিল হওয়ায় ভারতীয় দলের একটি ফাঁকা সূচি তৈরি হয়েছে। একই সময়ে শ্রীলঙ্কারও সূচি ফাঁকা রয়েছে, কারণ তাদের লঙ্কান প্রিমিয়ার লিগ (LPL) স্থগিত করা হয়েছে।
জানা গেছে, ফ্র্যাঞ্চাইজি মালিকানা নিয়ে বিরোধের জেরেই এলপিএল স্থগিত করা হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত ও শ্রীলঙ্কা আগস্টের মাঝামাঝি সময়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা ভাবছে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজওয়ার সূত্রের বরাত দিয়ে জানিয়েছে।
যদি এই সিরিজটি অনুষ্ঠিত হয়, তাহলে ক্রিকেটপ্রেমীরা আবারও বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে মাঠে দেখতে পাবেন।
এই দুই তারকা আন্তর্জাতিক টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেও, তারা এখনও ওয়ানডে ফরম্যাটে খেলছেন। শ্রীলঙ্কাও ভারতের মতো একটি বড় দলের বিপক্ষে সিরিজ খেলে তাদের এই ফাঁকা সময়কে ফলপ্রসূ করতে চাইছে।