ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও ৭ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে ফ্রান্সসহ আরও সাতটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। সোমবার এক বিশেষ সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা আর দেরি করতে পারি না। ফিলিস্তিনে শান্তি ফেরানোর সময় এখনই।”

যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, তার মধ্যে রয়েছে অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো এবং সান মারিনো। মাখোঁ আরও জানান, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং সুইডেনও একই পথে হাঁটছে। এর আগে রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে এখন পর্যন্ত ১৫৮টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ১৯৮৮ সালে রাশিয়া, চীন এবং বাংলাদেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। নিউজিল্যান্ডও এই বিষয়ে বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।

সোমবার ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যোগ দেয়নি। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এটিকে ‘সার্কাস’ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন কোনো রাষ্ট্র হবে না।

এদিকে, যুক্তরাজ্যের স্বীকৃতির প্রতীক হিসেবে সোমবার মধ্য লন্ডনে ফিলিস্তিন দূতাবাসের বাইরে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূত হুসাম জোমলট যুক্তরাজ্যের ঘোষণার পর বক্তব্য রাখেন এবং এরপরই পতাকা উত্তোলন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।