ঢাকাবৃহস্পতিবার , ২ অক্টোবর ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ নদীতে নৌকাডুবি

প্রতিমা বিসর্জনের সময় দুই শিশু নিখোঁজ

গাজীপুর সংবাদদাতা
অক্টোবর ২, ২০২৫ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় ইঞ্জিন চালিত নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটায় চাপাইর সেতুর পশ্চিম পাশে।

নিখোঁজ শিশুরা হলো- হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস (আড়াই বছর) এবং একই এলাকার তাপসের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জন দেখতে শিশু অঙ্কিতা ও তন্ময় পরিবারের সাথে একটি ছোট ইঞ্জিন চালিত নৌকায় উঠেছিল। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ নদীর চাপাইর সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বড় ইঞ্জিন চালিত নৌকার সঙ্গে ধাক্কা খায়। এর ফলে ছোট নৌকাটি মুহূর্তেই ডুবে যায়। নৌকাটিতে থাকা নারী-পুরুষসহ বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও শিশু দুটি তলিয়ে যায়।

নৌকাডুবির পরপরই স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও, ডুবুরি দল ঘটনাস্থলে না আসায় তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় দুজন শিশু নিখোঁজ রয়েছে। আগামীকাল (শুক্রবার) সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।