পেকুয়া প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৩২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন ১১তম ব্যবস্থাপনা কমিটি ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি তারেক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য রাখেন কালব এর জেলা ব্যবস্থাপক সমীরণ কান্তি দাশ, পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উপদেষ্টা সাংবাদিক মো. ছফওয়ানুল করিম, মুজিবুল হক চৌধুরী, আকতার আহমদ, কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি নুরুল আবছার, ঋনদান পরিষদের পরিষদের সভাপতি মাস্টার মাহবুব আলম, পর্যবেক্ষণ কমিটির সভাপতি মাহমুদুল করিম ফারুকী, সদস্য হাফেজ মুজিবুল হক, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, ম্যানেজার রহিম উদ্দিন, সমবায় সংগঠক আব্দুল মোনাফ, সাংবাদিক আব্দুল্লাহ আনচারী, এম দিদারুল করিম, মো.আতাউল্লাহ মুন্সি।
কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের আলোকে ১০ম ব্যবস্থাপনা কমিটির অনিয়ম ও অব্যবস্থাপনা বিষয়ে উম্মুক্ত আলোচনা করেন সাংবাদিক এফ এম সুমন, দেলোয়ার হোছাইন, তৌহিদুল আলম, জহিরুল ইসলাম, মো ইউনুচ প্রমূখ। ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাধারণ সম্পাদক (সেক্রেটারি) জসিম উদ্দিনের পরিচালনায় সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ তারেক ছিদ্দিকী।
এসময় উপস্থিত ছিলেন ১১তম ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম, সদস্য মো. নুর আলম, সার্জিল হাছান সাহেদ, মোঃ জাফর আলম। প্রবীণ শিক্ষক আহমদ কবির, উপদেষ্টা পরিষদের সদস্য চন্দময় বিশ্বাস তিলক, সাজ্জাদ হোসেন, অসিম বিশ্বাস, উপ সহকারী কৃষি কর্মকর্তা সামসু উদ্দিন, নওশেদ হাসান, শিক্ষা কমিটির সদস্য মনিরুল কবির রাশেদ,ঋনদান পরিষদের পরিষদের সদস্য শমসুল আলম, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সহ সভাপতি ওসমান গনি, হারুন উর রশিদ, পেকুয়া বাজার দোকান মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সুজন, সদর দোকান মালিক সমিতির সভাপতি শিমুল করিমসহ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।