ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. ইসলাম ও ধর্ম
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. ক্রিকেট
  10. খেলাধুলা
  11. চাকরি
  12. জাতীয়
  13. তথ্য প্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. নগর-মহানগর
আজকের সর্বশেষ সবখবর

পেকুয়ার শিলখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষকদলের বীজ বিতরণ

বাহার উদ্দিন, পেকুয়া
জুন ১৪, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাহার উদ্দিন, পেকুয়া- কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল পেকুয়া উপজেলা শাখার আওতাধীন শিলখালী ইউনিয়নে দেড় শতাধিক প্রান্তিক কৃষকদের মাঝে এডভান্স মাল্টি ফার্ম লিঃ এর উন্নতজানের ধানের বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনির ব্যক্তিগত উদ্যোগে কৃষিকে এগিয়ে নিতে উন্নত মানের ধানের বীজ বিতরণকে প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় কৃষকরা।

শনিবার (১৪ জুন) বিকাল ৪ টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের মাঝের ঘোনা এলাকায় বীজ বিতরণের অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মো.আব্দুল্লাহর পবিত্র কোরআন তিলাওয়াতে মধ্য দিয়ে শিলখালী ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব নুরুল হোছাইনের সঞ্চালনায় ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রাশেদ এলাহীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন পেকুয়া উপজেলা কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডা.বেলাল হায়দার।

প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সদস্য সচিব মনছুর আলম ইউনুস।

আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মাঈন উদ্দিন,ইকবাল হোছাইন,সদর পূর্ব জোন আহবায়ক ছরওয়ার উদ্দিন, বারবাকিয়ার আহবায়ক তৌহিদুল ইসলাম, সদর পূর্ব জোন সদস্য সচিব আবু ইউসুফ, সদর পশ্চিম জোন সদস্য সচিব মিজানুর রহমান, বারবাকিয়ার সদস্য সচিব মামুনুল ইসলাম, উজানটিয়া সদস্য সচিব নাছির উদ্দীন, শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোছাইন বলেন, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনির ব্যক্তিগত উদ্যোগে কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ বিতরণ বিএনপি পরিবারকে সম্মানিত করেছে। এদেশের মাটি ও মানুষের দল হিসেবে কৃষকদলের ভূমিকা প্রশংসনীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।